ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ২ গাঁজা বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
রাঙামাটিতে ২ গাঁজা বিক্রেতার কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে গাঁজা বিক্রির দায়ে দু’জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-দুলাল মিয়া (৫১) ও ইকবাল হোসেন (২২) ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বাংলানিউজকে বলেন, রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ওই দুই গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১৮টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি শাখার পরিদর্শক জয়নাল আবেদিন, জেলা প্রশাসনের পেশকার স্বপন কুমার দাশসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।