ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় সিমেন্ট কোম্পানির কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বগুড়ায় বাসের ধাক্কায় সিমেন্ট কোম্পানির কর্মকর্তা নিহত বগুড়ায় বাসের ধাক্কায় সিমেন্ট কোম্পানির কর্মকর্তা নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহ আলম সাজু (২৫) নামে এক ক্রাউন সিমেন্ট কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন।

শাহ আলম সাজু নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার আবুল কাসেমের ছেলে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া শহরের ফুলবাড়ী টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এসআই শহিদুল ইসলাম বলেন, সততা নামে একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে বগুড়া শহরের উদ্দেশে যাচ্ছিলো। একই সময়ে একদিকে যাচ্ছিলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির কর্মকর্তা মোটরসাইকেল আরোহী শাহ আলম সাজু।

এপর‌্যায়ে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা গেলে পড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই শাহ আলম সাজু মারা যান। বাসটি আটক করা হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।