ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দালালের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দালালের কারাদণ্ড ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দালালের কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ইসলামীয়া হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রিকো আহম্মেদ (২৭) নামে এক পাসপোর্ট দালালকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত রিকো আহম্মেদ শহরের উপ-শহর পাড়ার রেজাউল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ইসলামীয়া হাসপাতাল এলাকার হাজী ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় পাসপোর্টের ফরমসহ রিকো আহমেদ নামে এক যুবককে হাতে নাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।