ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমতলী ধর্মোদয় বনবিহারে কঠিন চীবর দান উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আমতলী ধর্মোদয় বনবিহারে কঠিন চীবর দান উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বনবিহারে ২৪তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

সোমবার দুপুরে এ উৎসব উদযাপিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জুরাছড়ি জোন কমান্ডার মেজর মো. সরকার মাহবুব মোরশেদ, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় মেজর মোরশেদ জুরাছড়ি জোনের পক্ষ থেকে উদযাপন কমিটির আহ্বায়ক নিগিরেশ্বরের হাতে উপহার তুলে দেন।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা পূণ্যার্থীদের যাতায়াদের সুবিধার্থে বেশ কয়েকটি কান্ট্রি বোট ভাড়া করে দেন। তাই উপজেলা ভাইস চেয়ারম্যানকে এলাকার জনগণ অভিনন্দন জ্ঞাপন করেন।

পরে রাঙামাটিসহ বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি ভিক্ষুরা পূণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।