ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় আয়ুর্বেদ দিবস উদযাপন করবে ভারত হাইকমিশন  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ঢাকায় আয়ুর্বেদ দিবস উদযাপন করবে ভারত হাইকমিশন  

ঢাকা: ধন্বন্তরি জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকায় ‘আয়ুর্বেদ দিবস’ উদযাপন করবে ঢাকায় ভারতীয় হাইকমিশন। 

সোমবার (১৬ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, এ উপলক্ষে হাইকমিশন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)-এর সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস অডিটোরিয়াম মহাখালীতে ‘আয়ুর্বেদের প্রসার’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করছে।

১৭ অক্টোবর ২০১৭-এ আয়ুর্বেদ দিবস সফলভাবে উদযাপন করার জন্য বাংলাদেশের সকল সহযোগী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সেমিনারে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, হাউস নং.১-৩ পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২, টেলিফোন: ৫৫০৬৭৩০১-৩০৮ এবং ৫৫০৬৭৬৪৫-৪৯ এক্সটেনশন. ১০৯৬ বা ১১১২; ই-মেইল: [email protected] এবং [email protected]   এ যোগাযোগ করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।