ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের ওয়াপদা ব্রিজ এলাকার আবাসিক হোটেল নাইট হেভেনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরদিন সকালে তার মৃত্যু হয়।

তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল নেয়ার জন্য আবাসিক হোটেল নাইট হেভেনের ছাদে ওঠেন শাহাবুদ্দিন। এসময় ছাদের পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।  

বান্দরবান সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, ওই শ্রমিকের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।