ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় নারী গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় রাফিয়া খাতুন (০৫) নামে এক শিশুকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে প্রতিবেশি বালা খাতুন (৫৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শিশু রাফিয়া নওদাক্ষেমিরদিয়াড় গ্রামের মাসুম আলীর মেয়ে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নওদাক্ষেমিরদিয়াড় গ্রামে রাফিয়াকে গরম পানি দিয়ে ঝলসে দেয় প্রতিবেশি বালা খাতুন। প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ ঘটনায় রোববার সকালে শিশুটির পরিবার বালা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই অভিযোগের ভিত্তিতে বিকেলে আসামি বালা খাতুনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।