ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
মিরপুরে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে রোকসানা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৫ অক্টোরব) রাত সাড়ে ৮টার দিকে পান্নাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পান্নার আত্মীয় অপু রায়হান বাংলানিউজকে জানান, পান্না তার এক মেয়েকে নিয়ে মিরপুর-১ রোড ৩ বাড়ি-২০ ৩য় তলায় ভাড়া থাকতো।

তার স্বামী মাহাবুবুর রহমান প্রবাসী, তিনি গত ছয় বছর ধরে ফ্রান্স থাকেন।

তিনি জানান সংবাদ পেয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় পান্নাকে উদ্ধার করে দ্রুত    ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আত্মহত্যার কারণ জানাতে পারেনি মৃত নারীর স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।