ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
শ্রীমঙ্গলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আহত ৩ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের রাজাপুরে  রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
পানির ট্যাংকভর্তি ট্রাকটি উল্টে গেলে রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান,  মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ট্রাকটির  চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়।
 
এতে সিএনজি চালিত অটোরিকশার চালক মৌলভীবাজার  চালক সমিতির যুগ্ম সম্পাদক সালামত মিয়া গুরুতর আহত  এবং একজন শিশু ও নারী যাত্রী কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরে ফায়ার সার্র্ভিসের কর্মীরা তাদের মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিবিবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।