ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার মন্দির সংলগ্ন এলাকায় বালুবোঝাই ট্রাক্টর ও যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন নুর ইসলাম  (৫৬) ও মিথিলা (১০)।   একই সময় আহত হয়েছেন আরও চারজন।

এর মধ্যে তিনজনেক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা ও মিথিলা নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাটকাপাড়ার মৃত মোতালিবের মেয়ে।

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে বগুড়া থেকে দিনাজপুরগামী উইলি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উপজেলার রাণীগঞ্জ বাজার মন্দির সংলগ্ন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। চারজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘন্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।