ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
নওগাঁয় প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় প্রতিবন্ধীসহ দুস্থ শিক্ষার্থীদের মধ্যে সরকারি যাকাত ফান্ডের ৩ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের মিলনায়তনে এ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি ড. মো. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন-নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সুলতান আহমদ, সহকারী পরিচালক এ কে এম জাকিউজ্জামান, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সরকারি যাকাত ফান্ড ২০১৬-২০১৭ অর্থ বছরের আওতায় কেন্দ্রীয়ভাবে নির্বাচিত জেলার মহাদেবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২ জনসহ ১৫ জন প্রতিবন্ধীকে ৯০ হাজার টাকা, শিক্ষাবৃত্তির আওতায় ২৪ জন শিক্ষার্থীকে ১ লাখ ২৪ হাজার, পুনর্বাসনের আওতায় অসহায়-দুস্থ ১৩ জনকে ৬৫ হাজার, চিকিৎসা সহায়তার আওতায় সাতজনকে ৫৬ হাজার ও কর্মসংস্থানে দু’জনকে ১৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।