ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ১২ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
নাটোরে ১২ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ওষুধ শিল্পে কর্মরত প্রতিনিধিদের চাকুরির ‘সুনির্দিষ্ট নীতিমালা’ ও ১২ দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফারিয়া জেলা শাখার সভাপতি আব্দুলাহেল বাকী, সাধারণ সম্পাদক নূর আলম নাসিম, আশিষ কুমার মৈত্র, আ. খালেক, বুলবুল আহম্মেদ, ফারুক হোসেন, ইমরান হোসেন প্রমুখ।


 
এসময় বক্তারা কথায় কথায় চাকরি ছাঁটাই বন্ধ, সামঞ্জস্যপূর্ণ বেতন, বাজার দরের সাথে সামঞ্জস্য টিএ-ডিএ, মূল সার্টিফিকেট ও ব্ল্যাংক চেক নেয়া বন্ধ, বোনাস, সাপ্তাহিক ছুটি, প্রভিডেন্ট ফান্ড চালু, ৪পিসহ সকল এনজিও সার্ভে এবং প্রেসক্রিপশনের ছবি তুলা বন্ধসহ ১২ দফা দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad