ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ী থানার ওসি মাদক উদ্ধারে শ্রেষ্ঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ফুলবাড়ী থানার ওসি মাদক উদ্ধারে শ্রেষ্ঠ সম্মাননা নিচ্ছেন ওসি খন্দকার ফুয়াদ রুহানী

কুড়িগ্রাম: মাদক উদ্ধারে কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সস্মাননা স্মারক দেওয়া হয়েছে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীকে।

রোববার (১৫ অক্টোবর) সম্মাননা পাওয়ার খবর নিশ্চিত করেন ওসি খন্দকার ফুয়াদ রুহানী। বাংলানিউজকে তিনি জানান, শনিবার রাতে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই সস্মাননা স্মারক দেওয়া হয়।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সস্মাননা স্মারক দেওয়ার সময় কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলবাড়ী থানায় মাদক উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে প্রায় প্রতিদিনই মাদকের ছোট বড় চালানসহ মাদক ব্যবসায়ী আটক হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা, ১০ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় মদ ও ১৩ হাজার ৮শ টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার সহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।  

এসব ঘটনায় দশটি মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খন্দকার ফুয়াদ রুহানীকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সস্মাননা স্মারক দেয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।