ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় বিভিন্ন দাবিতে বিজেপির মোটর সাইকেল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ত্রিপুরায় বিভিন্ন দাবিতে বিজেপির মোটর সাইকেল মিছিল ত্রিপুরায় বিভিন্ন দাবিতে বিজেপির মোটর সাইকেল মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের সিবিআই তদন্ত দাবি এবং বেকার যুবক, সরকারি কর্মচারীদের বঞ্চনা ও নারী নির্যাতনের প্রতিবাদে মোটর সাইকেল মিছিল করেছে বিজেপি।

রোববার (১৫ অক্টোবর) রাজ্য বিজেপির সদর গ্রামীণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এ মোটর সাইকেল মিছিল বের করা হয়। মিছিলটি রাজ্যের চন্দ্রপুর এলাকার আন্তরাজ্য বাস টার্মিনাল থেকে শুরু হয়ে কাশীপুর, খয়েরপুর, রাণীর বাজার, নলগড়িয়া, জিরানীয়া, মান্দাই এলাকা প্রদক্ষিণ করে মোহনপুর এসে শেষ হয়।


 
মিছিলে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভা নেত্রী পাপিয়া দত্ত প্রমুখ।

এ সময় মিছিলে বিজেপি দলের কর্মী ও সমর্থকরা কয়েক হাজার মোটরসাইকেলসহ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad