ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে চরমপন্থি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রাজবাড়ীতে চরমপন্থি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

ঢাকা: রাজবাড়ীতে শরিফুল ইসলাম শিমুল (২৮) নামে এক চরমপন্থি দলের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেখানোমতে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল গোয়ালন্দ উপজেলার কেওটিল গ্রামের মো. আরশাদ আলীর ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য শিমুল। বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিল। সন্ধ্যায় গোপন সংবাদে ভিত্তিতে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানোমতে নবগ্রাম বাজারের পাশে দূর্গা মন্দিরের পেছনের একটি কলাবাগান থেকে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শিমুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।