ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বরিশালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। 

কোস্টগার্ড বরিশালের পেটি অফিসার মো. সাইদুর রহমানের নেতৃত্বে শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল কীর্তনখোলা নদী তীরবর্তী রসুলপুর চরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

মাছগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।