ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে যানজটমুক্ত শহরের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
কিশোরগঞ্জে যানজটমুক্ত শহরের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সুপরিসর রাস্তা ও যানজটমুক্ত শহরের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের কালীবাড়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ শাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জের সভাপতি অধ্যক্ষ অব. প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সনাক সভাপতি প্রফেসর আব্দুল গণি, নারী নেত্রী বিলকিস বেগম, অ্যাডভোকেট হামিদা বেগম, বাপা’র সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, পরিবহন ও পরিকল্পনা উপ কমিটির সদস্য সচিব শফিক কবীর প্রমুখ।

এসময় বক্তারা বলেন- কিশোরগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে হলে, ফুটপাতে অবৈধ দোকানপাট বসানো বন্ধ করতে হবে। এছাড়াও মানববন্ধন থেকে রাস্তার দু’পাশ বৃদ্ধি করে দুই লেন রাস্তার ব্যবস্থাসহ সরকারের পরিকল্পনা মাফিক কিশোরগঞ্জ শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।