ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ধামরাইয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে দেড়শ একর জুড়ে ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-২০) মুক্তিযোদ্ধা এম এ মালেক।

ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলিম খান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, তুষার আহমদ শান্ত, আলামিন হোসেন উজ্জ্বল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।