ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে বাল্য বিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
সৈয়দপুরে বাল্য বিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস পালন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাল্য বিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজনে করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের পাঁচ শিক্ষার্থীকে সেরা হওয়ায় পুরষ্কৃত করা হয়। ওই পাঁচ শিক্ষার্থী হলো- মেহেনাজ তাবাস্সুম শিথী, আদিনা ফাউজিয়া, নাফিসা তাজনিম, রিফাত তাসফিয়া ও সানজিদা রহমান মিতু। এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

বাংলাদেম সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।