ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালু বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল কাফী (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক রুবেল হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাফী গোবিন্দপুর ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আহত রুবেল হোসেন একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দুপুরের দিকে কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা নামক স্থানে নাটোরগামী বালু বোঝাই একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০২৭৮) সঙ্গে বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশার (বগুড়া-থ-১১-৩৬৩০) সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ওই যাত্রী মারা যান।  

আহত অটোরিকশা চালকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যানবাহন দু’টি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।