ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
গাইবান্ধায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করেছে ডুবরি দল। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৩ জন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ খেলার ট্রায়াল দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

কামারজানি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুল জাকির সালাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নৌকাবাইচ খেলায় অংশগ্রহণ করার জন্য ব্রহ্মপুত্র নদে ট্রায়াল দিচ্ছিল ২৫ জনের একটি দল।

এসময় হঠাৎ নৌকাটি উল্টে যায়। এ ঘটনায় ৬ জন নিখোঁজ হন।

নিখোঁজ ৬ জনের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকী ৩ জনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।