ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আটপাড়ায় ক‍াভার্ডভ্যানের ধাক্কায় সেনা সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আটপাড়ায় ক‍াভার্ডভ্যানের ধাক্কায় সেনা সদস্য আহত

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় জহিরুল ইসলাম নামে এক সেনা সদস্যসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তেলীগাতি-আটপাড়া সড়কের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেনা সদস্য জহিরুল তেলিগাতী ইউনিয়নের বালিকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও অপরজন শেখ জামাল।

আটপাড়া থানার ওসি (তদন্ত) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জহিরুল
১৬৯ ব্যাটালিয়ন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত। কর্মস্থল থেকে ১ মাসের ছুটি নিয়ে তিনি বাড়িতে এসেছিলেন। সকালে তেলিগাতী বাজারে কাজ শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ম ১১ ৩৫ ৮০) তাকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন জহিরুল।

এসময় রিকশাচালকসহ জহিরুলের সঙ্গে থাকা শেখ জামাল নামের আরও একজন আহত হন। দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত জহিরুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে মমেকে নিয়ে যাওয়া হয়।
                                                                                                                                                                                                                                                                                     এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ক‍াভার্ডভ্যানটি আটক করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad