ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ফেনসিডিল ও গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
মাধবপুরে ফেনসিডিল ও গাঁজা জব্দ মাধবপুরে ফেনসিডিল ও গাঁজা জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার তেলিয়াপাড়া ৫৫নং চা বাগানে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির একদল সদস্য।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া ৫৫নং চা বাগানে অভিযান চালায় বিজিবি।

এ সময় গাঁজা ও ফেনসিডিল রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।