ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫ জেলের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বরিশালে ৫ জেলের জেল-জরিমানা

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে বরিশালে চার জেলেকে কারাদণ্ড ও এক জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর বয়স কম হওয়ায় ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত পাঁচ জেলের মধ্যে চারজনকে একবছর করে কারাদণ্ড ও একজনকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মৎস্য অফিসের এ কর্মকর্তা আরো জানান, বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. তপন কুমার পালসহ মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে আটককৃতদের পাশাপাশি ১০ হাজার মিটার জাল, ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।