ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীর মুনলাইট গার্ডেনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
রাজশাহীর মুনলাইট গার্ডেনে আগুন রাজশাহীর মুনলাইট গার্ডেনে আগুন- ছবি: বাংলানিউজ

রাজশাহীর: রাজশাহীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটন এক সঙ্গে কাজ করছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর সাহেব বাজারে অবস্থিত মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারের নিচ তলায় রন্ধনশালার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজশাহীর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফাহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।

আগুন নেভাতে তাদের তিনি ইউনিট এক সঙ্গে কাজ শুরু করেছেন।

বর্তমানে আগুন নিয়ন্ত্রেণে চেলে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তাবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবল ১৪, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।