ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সদরঘাট এলাকায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
সদরঘাট এলাকায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু সদরঘাট এলাকায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট শরিফ মার্কেট এলাকায় রাকিব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে একটি মৃতদেহ রাস্তায় পড়ে আছে, এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলানিউজকে জানান, সদরঘাট শরিফ মার্কেট এলাকার কোনো এক ভবন থেকে পড়ে রাকিবের মৃত্যু হয়।

তবে ওই এলাকায় কোনো ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে তা সনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, মৃত ব্যক্তির কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, তার মৃত্যু জন্য কেউ দায়ী নয়।

পুলিশের ধারণা, ওই এলাকার কোনো এক ভবন থেকে রাকিব লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তিনি শরিফ মার্কেট এলাকার একটি দোকানে চাকরি করতেন। তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

তবে যুবকের শরীরে কোনো ধরনের বিশেষ মার্কার চিহ্ন বা কিছু আঁকা দেখা যায়নি। তার মৃত্যুর কারণ পুলিশ খতিয়ে দেখছে।

ময়না তদন্তের জন্য মরদেহ মিটফোট হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এজেডএস/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।