[x]
[x]
ঢাকা, শনিবার, ৩০ আষাঢ় ১৪২৫, ১৪ জুলাই ২০১৮

bangla news

ফুলবাড়ীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৭:৩৩:২৭ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহাম্মদ আলী (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আ‌রও তিনজন আহত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজলার পূর্ব ধনিরাম গ্রামের নিকটবর্তী ধরলা নদীতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আহাম্মদ আলী, তার ভাই নুরনবী (৪২), ভাতিজা মোজাম্মেল হক (৮) ও প্রতিবশী রফিকুল ইসলাম (২৫) প্রতিদিনের মতো নৌকা নিয়ে নদীত মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে আক‌স্মিকভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই আহাম্মদ আলীর মারা যান।

বড়ভিটা ইউনিয়ন প‌রিষদ (ইউপি) চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজকে বলেন, আহতদের স্থানীয়ভাবে চি‌কিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa