ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীতে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
নদীতে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলাধীন তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের অপরাধে আটক জেলেদের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বয়স কম থাকায় ১ জনেক খালাস দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে তেতুলিয়া নদীতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ওই ৫ জেলেকে আটক করে।  
 
আটকের সময় তাদের কাছে থেকে ১টি মাছ ধরার নৌকা, ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ হাজার মিটার মাছ ধরার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।


 
পরে আটকদের বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত আটকদের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দেন।  
 
বিকেলে কোষ্টগার্ডের পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।