ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তালহা খুনে জড়িত সন্দেহে আটক ১  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
তালহা খুনে জড়িত সন্দেহে আটক ১  

ঢাকা: বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জীবন হোসেন ওরফে লিটু নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপসী এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাকে আটক করে।
 
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে জানান, তালহা হত্যাকাণ্ডের ঘটনার পর প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিভিন্ন মাধ্যমে লিটু, আসলামসহ তিনজন জড়িত থাকার কথা জানা গেছে।

এ সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে লিটুকে আটক করা হয়।
 
তিনি বলেন, লিটু টিকাটুলি এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আমাদের কাছে। তবে তালহা হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা আরও তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে।  

আরও পড়ুন>> 
** 
শিক্ষার্থী হত্যা, সিসিটিভিতে দুই ছিনতাইকারী শনাক্ত
 
গত ০৮ অক্টোবর ভোরে রাজধানীর ওয়ারীর ১২/৪ কেএম দাস লেনের বাসা থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে তালহা (২১) খুন হন।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।