ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেতুলিয়া নদীতে ট্রলারডুবি, ৬ যাত্রী উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
তেতুলিয়া নদীতে ট্রলারডুবি, ৬ যাত্রী উদ্ধার উদ্ধার করা যাত্রীরা-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জেলার কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাউফলের হাজিরহাটের তেতুলিয়া নদীর মধ্যবর্তী স্থানে প্রবল স্রোতের কারণে ৬ যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে।

প্রাথমিক চিকিৎসা শেষে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ডিসকন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।