ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১২ ভর্তিচ্ছুর দণ্ড 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১২ ভর্তিচ্ছুর দণ্ড  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ ই এলাহী তাদের এ সাজা দেন।  

এর আগে সকালে পরীক্ষার হলে ডিজিটাল জালিয়াতি করার অভিযোগে এই ১২ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করা হয়।

 

এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের একটি কেন্দ্র থেকে আল ইমরান ও নূরে  আলম আরিফ,  উদয়ন স্কুল  কেন্দ্র থেকে শাহ পরাণ,  শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্র থেকে আবুল বাসার ও নাহিদ হাসান কাউসার, আহমেদ বাওয়ানী একাডেমি  কেন্দ্র থেকে তানভীর হোসাইন ও এস এম জাকির হোসাইন, মতিঝিল আইডিয়াল কলেজ  কেন্দ্র থেকে রাকিবুল ইসলাম ও খন্দকার মিরাজুল ইসলাম, কাজী মোতাহার ভবন কেন্দ্র থেকে আবু হানিফ নোমান, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শৌমিকা প্রতিচি সত্তার এবং লালমাটিয়া কলেজ কেন্দ্র  থেকে আরিফা বিল্লাহ তামান্নাকে আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে এটিএম কার্ড সদৃশ ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিভিন্ন সরঞ্জামাদি ও মোবাইল ফোন জব্দ করা হয়।  
 
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক (ভারপ্রাপ্ত) এ এম আমজাদ।  

আরও পড়ুন>>
** 
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৪

এদিকে আটক ভর্তিচ্ছু ছাত্রী শৌমিকা প্রতিচি সত্তারের জন্য প্রক্টরিয়াল বডির কাছে সুপারিশ করতে যান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও ছাত্রলীগের সহ-সভাপতি কামাল মো. আবু নসের রুবেল। এ সময় সেখানে থাকা সাংবাদিকদের প্রক্টর কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।  

তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অধ্যাপক এ এম আমজাদ বলেন, তারা এসেছিলেন কিন্তু সুপারিশ করেননি। আমরা সবাইকে সমান শাস্তি দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭ 
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad