ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে কিশোরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ধুনটে কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মোমিন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোমিন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।


 
বিকেলে ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে মোমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে মোমিন ঢাকায় যায়। সেখানে গার্মেন্টসে সে চাকরি করতো। শারীরিক অসুস্থতার কথা বলে প্রায় সপ্তাহখানেক আগে চাকরি ছেড়ে সে বাড়ি ফিরে আসে। অভাবের সংসারে এ নিয়ে মা-বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার।
 
সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোমিন।
 
পরে প্রতিবেশিরা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে।  
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।