ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এনায়েতপুরে ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এনায়েতপুরে ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরের বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে ৫৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।   

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে বেতিল বাজার ও এনায়েতপুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, বেতিল বাজারে উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রমজান আলী ও এনায়েতপুর হাটের আলামিন হোসেনসহ বেশ ক’জন ব্যবসায়ী তাদের দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে এসব দোকানে অভিযান চালিয়ে ৫৪ হাজার ৪শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় এনায়েতপুর হাটের আলামিন নামে এক দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল এনায়েতপুর নৌকাঘাটে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।