[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৪:২৯:৫৯ পিএম
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ শ্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন- ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক, এডিপি ম্যানেজার ইউজিং রড্রিক্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আ. হালিম প্রমুখ।

এদিকে, তারাকান্দা উপজেলা প্রশাসনও দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করে। এতে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa