ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোসল করতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
গোসল করতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাঘায় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ রিপন আলী (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার তেপুকুরিয়া গ্রামের বাটা ব্রিক্সের ইটভাটার পুকুর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। রিপন ঢাকার ধামরাই এলাকায় ধলা মিয়া ছেলে বলে জানা গেছে।


  
ভাটার মালিক আলাউদ্দিন হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রিপন ওই পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয়রা ওই পুকুরে অনেক খোঁজাখুঁজি করে রিপনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ডুবুরি দল আধাঘণ্টা চেষ্টার পর রিপনের মরদেহ উদ্ধার করে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ বাংলানিউজকে বলেন, রিপনের মরদেহ উদ্ধারের পর তার স্ত্রীকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।

মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।  এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ অক্টোবর ১৩, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।