[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

বরিশালে অগ্নিকাণ্ডে ৬ ঘর পুড়ে গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৪:২০:১৩ পিএম
বরিশালে অগ্নিকাণ্ডে ৬ ঘর পুড়ে গেছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে অগ্নিকাণ্ডে ৬ ঘর পুড়ে গেছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরের নাজিরপুল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে নাজিুরপুল বেনিসিং হাবিলি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার রফিকুল ইসলাম খোকনের ভাড়াটিয়া মাসুদের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্ত তা পাশ্ববর্তী সাদ্দাম, তপন কর্মকার, কেশব শীল, পলাশ ও আকলিমার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে জ্বালানির চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। অাগুনে ওই বাড়িতে থাকা ১২টি ঘরের মধ্যে ৬টি পুড়ে গেছে। তবে আগুনে পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাংক্ষণিভাবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa