[x]
[x]
ঢাকা, সোমবার, ১ শ্রাবণ ১৪২৫, ১৬ জুলাই ২০১৮

bangla news

নাচোলে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৩:২৬:৪৮ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকচাপায় ইমরুল হক (৪৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর)  বেলা পৌনে ১২টার দিকে নাচোল বাজারের কাছে দক্ষিণ সাঁকোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরুলের বাড়ি নাচোল উপজেলার চন্দ্রাইল দিঘিপাড়ায়। তিনি উপজেলার আমনুরা রাবেয়া জুট মিলে কাজ করতেন।

পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে সাইকেলে করে আমনুরা রাবেয়া জুট মিলে বেতন আনতে যাচ্ছিলেন ইমরুল। পথে দক্ষিণ সাঁকোপাড়ার সাঁকোর কাছে কয়লা ভর্তি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ইমরুল মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa