[x]
[x]
ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮

bangla news

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১৩ ৩:১৫:৫২ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখিরমোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এলান হোসেন রুবেল (২৪) নামে কাভার্ডভ্যানের এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেলের বাড়ি রাজবাড়ী জেলায়।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে জানান, সকালে পাখিরমোড়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের ভেতর থেকে চালক রুবেল নামতে যায়। এসময় দ্রুতবেগে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa