ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিধবা খুন  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
সোনাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিধবা খুন  

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক বিধবা দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। তবে এখনো খুনের কারণ জানা যায়নি।  

তিনি উপজেলার বালুয়া আটাপাড়া মধ্য দীঘলকান্দি গ্রামের মৃত নওশা মন্ডলের স্ত্রী।
 
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


 
দুপুরে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলানিউজকে খুনের বিয়ষটি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতের ঘটনা। অন্যদিনের ন্যায় পাড়াগ্রামে রেডিমেট জামা কাপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। বাড়ি সংলগ্ন স্কুলের কাছে শিমুল তলায় পৌঁছালে দুর্বৃত্তরা আনোয়ারা বেগমকে পথরোধ করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়।
 
পরে খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রোজিনা বেগম বাদি একটি মামলা দায়ের করেছেন। খুনের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে যোগ করেন ওসি শরিফুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।