ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় তিন জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
কুষ্টিয়ায় তিন জেলের কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মির্জানগর গ্রামের মৃত মানিক প্রামানিকের ছেলে একেন প্রামানিক (৪২), ইয়ার উদ্দিন প্রামানিকের ছেলে আকমাল হোসেন (৩৮), সাহেবনগর গ্রামের মৃত হান্নান মালিথার ছেলে মছিররুল ইসলাম (২৮)।

ইউএনও এসএম জামাল আহমেদ বাংলানিউজকে জানান, ভোরে বহলবাড়ীয়া পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এসময় সরকারি আইন অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়েছে।
 
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন- উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান, মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।