ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা-মোংলা রেল লাইনের রাস্তা নির্মাণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
খুলনা-মোংলা রেল লাইনের রাস্তা নির্মাণ শুরু খুলনা-মোংলা রেল লাইনের রাস্তা নির্মাণ শুরু

বাগেরহাট: খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ভাগা থেকে দিগরাজ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মোংলার বিদ্যারবায়ন সংলগ্ন কবিরাজ বাড়ী এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

এসময় রাস্তা নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুল হক হিমেল, প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আলম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবুল বাশার আঙ্গুর, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

৪১ কোটি টাকা ব্যয়ে রেল লাইন স্থাপনের মূল রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে ক্যান এন্টারপ্রাইজ। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে রেল লাইনের মূল কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ