ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
তুরাগে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।  

তুরাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে।

গত বুধবার (১১ অক্টোবর) বিকেলে বাসা থেকে একা একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাহীন (২২) তাকে জোর করে তুরাগ থানাধীন কবরস্থানের পাশে একটি টিনশেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।

পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার লোকলজ্জায় ধর্ষণের ঘটনাটি প্রথমে কাউকে জানাতে চায়নি। পরে শুক্রবার সকালে থানায় এসে তার শাহিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষক শাহীন পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ডিউটি অফিসার মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।