ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ টাকায় ডিম পেতে দীর্ঘ লাইন, হইহুল্লোড় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
৩ টাকায় ডিম পেতে দীর্ঘ লাইন, হইহুল্লোড়  ৩ টাকায় ডিম পেতে দীর্ঘ লাইন- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আজ বিশ্ব ডিম দিবস। আর এ দিবসে বিশেষ দামে ডিম পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। ১০টার সময় বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলে ডিম প্রত্যাশিতদের লাইন শুরু হয় সকাল ছয়টা থেকে। 

শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেখা যায়, হাজার হাজার মানুষের লাইন।  প্রতি পিচ ডিম তিন টাকায় কিনতে সকাল ছয়টা থেকে মানুষ দাড়ানো শুরু করে।

নয়টার মধ্যে এ লাইন কেআইবি চত্বর ছেড়ে বিজয় সরণি পার হয়ে যায়। অপেক্ষারত মানুষের কাছ থেকে ডিম বিক্রি নিয়েও অনিয়মের গুঞ্জন শোনা যায়।  

সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জুয়েল। এদিকে ডিম বিতরণ শুরু হবে কি-না এ বিষয়ে নিশ্চিত না তিনি।  

জুয়েল বলেন, ডিম পাওয়া তো দুরের কথা আমার মনে হচ্ছে হেনস্তা হতে হবে। কেআইবি'র গেটের মুখে হাজার হাজার মানুষের লাইন। লাইনে কোনো শৃঙ্খলা নেই।

একবারে লাইনের মুখে দাঁড়িয়ে রয়েছে রেহানা বেগম। তার মুখেও ডিম পাওয়া নিয়ে অনিশ্চয়তা শোনা গেল।

তিনি বলেন, সকাল ছয়টার আগে এসে দাঁড়িয়েছি। শুনতেছি, ডিম নাকি আগেই শেষ হয়ে গেছে। তাহলে শুধু আমাদের ভোগান্তিতে ফেলার কারণ দেখছি না।  

কেআইবি চত্বর ঘুরে দেখা যায়, হাজার হাজার ডিম প্রত্যাশী মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে। লাইনে দাঁড়ানো মানুষকে হইহুল্লোড় করতে দেখা যায়। কেআইবি'র গেটে বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

ইসমাইল নামে এক পুলিশ সদস্য বলেন, আমরা শুনলাম ডিম আছে ২০ হাজার।  কিন্তু মানুষ তো ত্রিশ হাজার পার হয়েছে। এখনও বিতরণও শুরু হয়নি। নির্ধারিত সময় বিক্রি শুরু হবে কিনা সন্দেহ।  

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর ৩ টাকা ধরে ডিম বিক্রি করার উদ্যোগ নেয়।  

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিটি ডিম তিন টাকায় বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৯০ টি ডিম কিনতে পারবে।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমসি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।