ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে ঋণ আত্মসাতের মামলায় ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
নোয়াখালীতে ঋণ আত্মসাতের মামলায় ব্যবসায়ী আটক

নোয়াখালী: ভুয়া দলিল বন্ধক রেখে তিনটি ব্যাংক থেকে ১ কোটি ৩৭ লাখ টাকা ঋণ আত্মসাত করার অভিযোগে রহমত উল্যা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে মাইজদী থেকে আটক করে সুধারাম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে দুদক।

দুদক নোয়াখালীর উপ-পরিচালক মো. তালেবুর রহমান বাংলানিউজকে জানান, হাফেজ মো. রহমত উল্যা ট্রাস্ট ব্যাংক চৌমুহনী শাখা, আইএফআইসি ব্যাংক চৌমুহনী শাখা ও ব্র্যাক ব্যাংক চৌমুহনী, নোয়াখালী শাখা থেকে ভুয়া দলিল দিয়ে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ টাকা ঋণ নিয়েছেন।

এ ঘটনায় আইএফআইসি ব্যাংক চৌমুহনী শাখা দুদক নোয়াখালী অফিসে একটি অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে রহমত উল্যাকে জালিয়াতি ও প্রতারণার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে দুদক।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।