[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

ফেনীতে মাদক বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৯:১০:৪৯ পিএম
ইয়াবা ব্যবসায়ী রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ঘোষণা

ইয়াবা ব্যবসায়ী রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ঘোষণা

ফেনী: ফেনীতে রাকিবুর রহমান (২৩) নামে এক ইয়াবা বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ দণ্ডাদেশ দেন।

সোহেল রানা বাংলানিউজকে জানান, বিকেলে ফেনীর মহিপালস্থ সার্কিট হাউজ বড়বাড়ি রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বিক্রেতাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব বিজয়সিংহ লুব্দার পাড়ায় শিকদার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে অপর এক মাদকদ্রব্য বিক্রেতা শাহীন পালিয়ে যান। পরে রাকিবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa