ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অধ্যক্ষের অপসারণের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
অধ্যক্ষের অপসারণের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, জাতীয় দিবস পালনে বিরোধিতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষর্থীদের পুলিশি হয়রানিসহ নানা অভিযোগে বরিশাল ল’ কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জীর অপসারণের দাবিতে নানা স্লোগান দেন।

 

তারা বলেন, ১৫ আগস্টের আগের দিন অধ্যক্ষর কাছে আমরা দিনটি পালনের জন্য দাবি করলে তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। কলেজে উনি অনিয়ম করেই চলেছেন। যে কারণে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছি।

আগামী (১৪ অক্টোবর) শনিবার থেকে এই আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বরিশাল ল’কলেজের আইন ও ছাত্র পরিষদের সভাপতি আমিনুল ইসলাম জসিম।

তবে এ বিষয়ে বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী’র কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।