[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

মাদক, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত সমাজ গড়ার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৮:৪৭:৩৪ পিএম
মুলাদী থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে। ছবি: বাংলানিউজ

মুলাদী থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে। ছবি: বাংলানিউজ

বরিশাল: “আমরা দৃঢ় প্রতিজ্ঞ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য। আমরা মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে, আমাদের অভিযান অব্যাহত রাখতে চাই। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মুলাদী থানা পুলিশের উদ্যোগে মুলাদী থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এ কথা বলেন।

এসময় তিনি বিট পুলিশিং কার্যক্রম ও অভিযোগ বক্সের কথা সবার সামনে তুলে ধরে বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় তিনি অভিযোগ বক্সের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।

ডিআইজি বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায় জড়িত হয়, তাহলে আপনারা তার তথ্য আমাদের দেবেন। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।
 
প্রধান অতিথি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকসহ মসজিদের ইমামদের ক্লাসে ও জুম্মার নামাজের আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখার অনুরোধ জানান।

পাশাপাশি প্রতি তিন মাস পর পর পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় উপস্থিত হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য-বিবাহ সম্পর্কে সচেতনামূলক মত বিনিময় সভা করার নির্দেশ দেন। একইসাথে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থানের আশ্বাস দেন।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হুমায়ুন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ কামরুল আহসান, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু, মুলাদী মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমনসহ ৭ট ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটি পুলিশের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa