ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষিকা নিহত

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সামছুন্নাহার নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামছুন্নাহার জয়পুরহাট শহরের বারিধারা মহল্লার ফরিদ হোসেনের স্ত্রী ও ঘোড়াঘাট উপজেলার কামদিয়া কলেজের শিক্ষিকা ছিলেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে কলেজ থেকে সামছুন্নাহার ও তার স্বামী মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হেলকুন্ডা এলাকায় পিছন থেকে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে সামছুন্নাহারের মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।