ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ১৯ জেলের কারাদণ্ড, জাল জব্দ দেড় লাখ মিটার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বরিশালে ১৯ জেলের কারাদণ্ড, জাল জব্দ দেড় লাখ মিটার

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে বরিশাল জেলায় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ-পুলিশের দিনব্যাপী যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দিয়ে তাদের জেলে পাঠানো হয়।

পাশাপাশি অভিযানে ২শ’ ৯৮ কেজি ইলিশ ও ১ লাখ ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয় বলে জানান বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. তপন কুমার পাল।

তিনি আরো জানান, অভিযানে দণ্ডপ্রাপ্তদের সর্বনিম্ন ১৫ দিন ও সর্বোচ্চ ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।   এ সময় ১২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।