ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক নির্যাতনের ঘটনায় বরিশালে প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
সাংবাদিক নির্যাতনের ঘটনায় বরিশালে প্রতিবাদ  সাংবাদিক নির্যাতনের ঘটনায় বরিশালে প্রতিবাদ 

বরিশাল: সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতকদের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল এর আয়োজনে করে।

 

সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, মেট্রোপলিটন প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ফিরোজ মোস্তফা ও বরিশাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম নয়ন প্রমুখ।  

বক্তারা বলেন, ঢাকায় মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক নাসির উদ্দিনের ওপর পুলিশের মারধরের ঘটনায় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দায় এড়ানো যাবে না। এসময় সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএস/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।